Wednesday, April 9, 2025

মুখ ফাটিয়ে, বেধড়ক লাথি মেরে, রক্তাক্ত করে দিদির পুলিশের দাবি - একটু মেরেছি বাধ্য হয়ে! | এটা একটু?

 


শিক্ষকদের মারার জন্য লাঠি ওঠে, যাঁরা কলম ধরেন তাঁদের বুকে বুট জুতো পরা পায়ের লাথি ওঠে; অথচ এমন বীর পশ্চিমবঙ্গ পুলিশকেই প্রাণভিক্ষা করতে লুকাতে হয় কেন? আর লাঠিপেটা খাওয়ার পর যাঁরা মার খেলেন, তাঁদের শুনতে হয়, 'আন্দোলন করতে গেলেন কেন? একটু ধৈর্য ধরতে পারেন না আপনারা!' শিক্ষক-শিক্ষিকারা যখন বলেন, 'ওখানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জের নির্দেশ'; তখন কান খুলে শুনতে হবে, মনে রাখতে হবে।

Monday, April 7, 2025

এখন বিনা পয়সায় কাজ করুন, আমি সব ঠিক করে দেব - মমতার দাবি চাকরিহারাদের বৈঠকে! | শয়তানি না নতুন ফাঁদ?



নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী বৈঠক করলেন তাঁদের সাথে, যাঁরা চাকরি হারিয়েছেন। কিন্তু তিনি কী বললেন? কী দিকনির্দেশ দিলেন? নাকি আরও ঘেঁটে দিলেন দিশেহারা মানুষগুলিকে? কোনও সমাধান দিতে পারল প্রশাসন? মুখ্যমন্ত্রীর প্রতিটি বক্তব্য ধরে ধরে ভেঙে দেখা আজকের পর্বে।