Wednesday, April 9, 2025

মুখ ফাটিয়ে, বেধড়ক লাথি মেরে, রক্তাক্ত করে দিদির পুলিশের দাবি - একটু মেরেছি বাধ্য হয়ে! | এটা একটু?

 


শিক্ষকদের মারার জন্য লাঠি ওঠে, যাঁরা কলম ধরেন তাঁদের বুকে বুট জুতো পরা পায়ের লাথি ওঠে; অথচ এমন বীর পশ্চিমবঙ্গ পুলিশকেই প্রাণভিক্ষা করতে লুকাতে হয় কেন? আর লাঠিপেটা খাওয়ার পর যাঁরা মার খেলেন, তাঁদের শুনতে হয়, 'আন্দোলন করতে গেলেন কেন? একটু ধৈর্য ধরতে পারেন না আপনারা!' শিক্ষক-শিক্ষিকারা যখন বলেন, 'ওখানে উনি প্রতিশ্রুতি দিচ্ছেন আর এখানে লাঠিচার্জের নির্দেশ'; তখন কান খুলে শুনতে হবে, মনে রাখতে হবে।

No comments:

Post a Comment